ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালী স্বাচিপের নতুন সভাপতি শফিক, সম্পাদক শামিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
পটুয়াখালী স্বাচিপের নতুন সভাপতি শফিক, সম্পাদক শামিম শফিকুল ইসলাম ও ওয়াহিদ শামিম

পটুয়াখালী: আওয়ামী লীগ সমর্থিত দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের বৃহৎ সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পটুয়াখালী জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  

নতুন এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার ওয়াহিদ শামিম।

সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডাক্তার মো. কামরুল হাসান মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দ্রুত পূর্ণাঙ্গ কমিটির করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেন। +

এদিকে নতুন কমিটির নাম ঘোষণায় বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও পেশাজীবী এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।