ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিষিদ্ধ সময়ে মেঘনায় মাছ শিকার: ১০ জেলের জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
নিষিদ্ধ সময়ে মেঘনায় মাছ শিকার: ১০ জেলের জরিমানা 

লক্ষ্মীপুর: নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটক করে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে জেলেদের কাছ থেকে প্রায় আড়াই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে মজুচৌধুরীর হাট নৌপুলিশের ইনচার্জ (পরিদর্শক) আবু তাহের মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিন সকালে মজুচৌধুরীর হাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের জরিমানা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।  

নৌপুলিশের ইনচার্জ আবু তাহের মিয়া বলেন, মৎস্য প্রশাসন ও মজুচৌধুরীর হাট নৌপুলিশের যৌথ অভিযানে গত সোমবার (৪ মার্চ) রাতে মেঘনা নদীতে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে জরিমানা করা হয়। এছাড়া জেলেদের কাছ থেকে জব্দকৃত প্রায় আড়াই হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।  

তিনি জানান, জাটকা ও ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে দুই মাস সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।