ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ৪০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
জয়পুরহাটে ৪০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক

জয়পুরহাট: অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের চেষ্টাকালে স্বর্ণের চারটি বারসহ (৪০ ভরি) এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৮ মার্চ) দুপুরের দিকে জয়পুরহাট-২০ বিজিবির কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বিষয়টি জানান।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্বর্ণের চারটি বার ভারতে পাচার করছিলেন মোস্তাকিম নামে এক চোরাকারবারি। এ সময় বিজিবির টহল দল দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৯ নম্বর পিলার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে। জব্দ করা হয় স্বর্ণবারগুলো। যার মোট ওজন ৪০ ভরি।  আটক ব্যক্তিকে দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।