ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১৮০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
ফেনীতে ১৮০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

ফেনী: জেলায় ১৮০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি।

শনিবার (০৯ মার্চ) ভোরে জেলার ছাগলনাইয়া পৌর এলাকার চৌধুরী রাস্তার সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকটির চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ মো. বদরুদ্দোজা বাংলানিউজকে বলেন, আমাদের একটি বিশেষ টহল দল ট্রাকটি আটক করে। এরপর ট্রাকটির ভেতরে থাকা ৯০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চিনিগুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এসএইচডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।