ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
মাগুরায় ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক

মাগুরা: মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ আওয়াল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাতে মীরপাড়া বালুমাঠ থেকে তাকে আটক করা হয়।

 

আটক আওয়াল গোবিন্দপুর গোড়ানাছ গ্রামের মৃত জমির লস্করের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদি রাসেল বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শহরের মীরপাড়া বালুমাঠ এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।  

তিনি আরও বলেন, গোপনে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।