ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

ঢাকা: স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (১৪ মার্চ) সকাল ৭টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময়) অ্যামিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮২’তে করে ঢাকায় অবতরণ করেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

বঙ্গভবন প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কূটনৈতিক কোরের ডিন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এমইউএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।