ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হাতিরপুলে ভবনে আগুন, ছাদ থেকে ৪ জনকে উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
হাতিরপুলে ভবনে আগুন, ছাদ থেকে ৪ জনকে উদ্ধার 

ঢাকা: রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার এলাকার রাজ কমপ্লেক্স নামক ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

 

ইতোমধ্যে আগুন লাগা ভবনে আটকে থাকা চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া ঘটনাস্থলে চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছেন তারা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাতিরপুল ভবনের দ্বিতীয় তলায় আগুনের সময় ভবনে ছাদে গিয়ে আশ্রয় নেন চারজন ব্যক্তি। তাদেরকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনে আনা হয়েছে। সর্বশেষ যতটুকু জানা গেছে ভবনের কার্পেটের গোডাউনে আগুন লাগে। আগুন এখনো নিয়ন্ত্রণের আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন >> হাতিরপুল কাঁচাবাজারে বহুতল ভবনে আগুন

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।