ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জীবননগরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
জীবননগরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে ত্রিমুখী সংঘর্ষে নুর নবী (১৮) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।  

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে জীবননগর উথলী আমতলায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় মহিদুল ইসলাম (৫৫) নামে ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন।

নিহত নুর নবী জীবননগরে সিংনগর গ্রামের আবুল হাসেমের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহনের বাস, ইজিবাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেলে চালক নুর নবী নিহত হন। এসময়  গুরুতর আহত হয়েছেন ইজিবাইক চালক। দুর্ঘটনার পর বাসটি সড়কের উপর আড়াআড়িভাবে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।