ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়ায় সুপারিগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত রহমান ওই গ্রামের আবু মুসা পাটওয়ারীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা রিপন জানান, আব্দুর রহমান কাছিয়াড়া গ্রামে নানার বাড়িতে থেকে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। যেদিন যেখানে কাজ পান সেখানেই তিনি শ্রমিকের কাজ করতেন। নিজের কাজের অংশ হিসেবে শনিবার দুপুরে তিনি তার ভাই আফজাল হোসেনসহ নানা আলি আকবরের সুপারি গাছ কাটার কাজ নেন। সুপারি গাছ কাটার সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।