ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাতির পিতা পার্বত্য চট্টগ্রামে জাতীয় সংহতির বীজ বপন করেছেন: দীপংকর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
জাতির পিতা পার্বত্য চট্টগ্রামে জাতীয় সংহতির বীজ বপন করেছেন: দীপংকর

রাঙামাটি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রামে জাতীয় সংহতির যে বীজ বপন করেছেন বর্তমানে তা মহিরূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রোববার (১৭ মার্চ) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, পাহাড়ের উন্নয়নে বঙ্গবন্ধু এখানে পৃথক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে বর্তমানে পাহাড়ে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ অন্যান্যরা বক্তব্য দেন।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা।

এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, এমপি দীপংকর তালুকদার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।