ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় নিষেধাজ্ঞার ১৮ দিনে ১৫৬ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
ভোলায় নিষেধাজ্ঞার ১৮ দিনে ১৫৬ জেলের কারাদণ্ড

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ২৪০ জেলেকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১৫৬ জনের জেল ও ২৬ জনকে জরিমানা আদায় করা হয়েছে।

ইলিশ জব্দ করা হয়েছে এক হাজার ৬ কেজি এবং জাল জব্দ করা হয়েছে এক লাখ মিটার। এ পর্যন্ত মোট অভিযান পরিচালিত হয়েছে ১৫৮টি এবং ভ্রাম্যমাণ আদালত হয়েছে ৪৪টি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও রোববার মধ্যরাত থেকে সোমবার (১৮ মার্চ) বিকেল পর্যন্ত পৃথক দুটি অভিযানে দৌলতখানের মেঘনা নদী থেকে আরও ১৮ জেলেকে আটক করা হয়। এসময় একটি নৌকা ও বেশ কিছু জাল জব্দ করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের অভয়াশ্রম রক্ষায় পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে না পারে সেজন্য ইলিশ সম্পদ রক্ষায় জেলের সচেতনতার পাশাপাশি অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।