ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় দুটি হরিণের চামড়াসহ আটক ৩

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
পাথরঘাটায় দুটি হরিণের চামড়াসহ আটক ৩

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় দুইটি হরিণের চামড়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের মো. ফিরোজের ছেলে আবু বকর, জাহাঙ্গীর আকনের ছেলে ফিরোজ আকন ও হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মহিবুল্লাহ হাওলাদার।

পাথরঘাটা থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বুধবার দিনগত রাতে কিছু লোক সুন্দরবন থেকে হরিণ শিকার করে চরদুয়ানী নিয়ে এসেছে, এমন গোপন তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে হরিণের দুইটি চামড়া জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।