ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাস্তার ঢালে মিলল অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
রাস্তার ঢালে মিলল অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় রাস্তার ঢাল থেকে আরমান (২২) নামে এক অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কে সলঙ্গা ও কামারখন্দ থানার সীমান্ত এলাকা ঝাকরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।  

পুলিশ জানায়, রোববার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আরমান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে বা তার অটোরিকশাটি পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার ঢালে তার গলা কাটা মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেন।  

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারী চক্র তাকে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।