ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ২০ গ্রাম লণ্ডভণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ২০ গ্রাম লণ্ডভণ্ড

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দুটি ইউনিয়নে অন্তত ২০ গ্রাম লণ্ডভণ্ড হওয়ার খবর পাওয়া গেছে।  

বুধবার (২৭ মার্চ) রাতে সাড়ে ১২টার দিকে উপজেলার পাচুড়িয়া ও বানা ইউনিয়নের ওপর দিয়ে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি বয়ে যায়।

এতে ২০টি গ্রামের শতাধিক ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় সড়কের ওপর গাছ পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। ফলে দুটি ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে গেছে।  

এসব খবর পেয়ে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের বাসিন্দা ইমরান হোসেন জানান, বুধবার রাতে বানা ইউনিয়নের শিরগ্রাম, গড়ানিয়া, পাকুড়িয়া, টাবনী, টোনাপাড়া, শিয়ালদি চরপাড়া, জয়দেবপুর, আউশির হাট, কঠুরাকান্দি, মাজপাড়া, আড়পাড়া গ্রামে ঝড় আঘাত হানে। ঝড়ে কাঁচা-আধাপাকা ঘরবাড়ি, গাছপালা, পেঁয়াজ, রসুন, মশুরি, ধনিয়া, ধান, গমসহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গ্রামগুলোতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে।

পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আমিনুর রহমান জানান, ঝড়ে আমার ঘরবাড়ি, ফসলি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও যুগীবরাট, ভাটপাড়া, চাদড়া, পাচুড়িয়া, দেউলি, চরনারানদিয়া, ধুলজুড়ি, চরভাটপাড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।  

আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ জানান, বুধবার রাত ১টার দিকে ঘূর্ণিঝড়ে দুই ইউনিয়নের প্রায় শতাধিক কাঁচা-পাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে কয়েকশ গাছপালা। বিনষ্ট হয়েছে বিস্তীর্ণ জমির ফসল।  

আলফাডাঙ্গা ইউএনও সারমীন ইয়াছমীন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়েছিলাম। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রশাসন কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।