ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গরুর মাংসের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
গরুর মাংসের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গরুর মাংসের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩১ মার্চ) দুপুর উপজেলার সাপটিবাড়ি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম উদ দৌলা।

 

লালমনিরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম উদ দৌলা জানান, পবিত্র রমজানকে ঘিরে অহেতুক গরু মাংসের দাম বাড়িয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগে পুলিশ নিয়ে সাপ্টিবাড়ি বাজারে অভিযান চালানো হয়। এসময় মাংসের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না টানানোর দায়ে আফিয়ার মাংস বিতানকে দুই হাজার টাকা ও মজমুল গোস্ত ভাণ্ডারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন না করতে তাদের সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।