ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে সেমাই ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
সৈয়দপুরে সেমাই ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নীলফামারী: জেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত একটি সেমাই ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে।

এতে সেমাই কারখানাটির সম্পূর্ণ মালামাল ও ঈদের জন্য তৈরি সেমাই পুড়ে যায়। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছে সৈয়দপুর ফায়ার ব্রিগেড।

এলাকাবাসী জানান, রোজী ফুড কর্নার নামে একটি লাচ্ছা সেমাই তৈরির কারখানার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। সৈয়দপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সৈয়দপুর দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।