ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
মাদারীপুরে ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য আটক মনজুর হোসেন মিন্টু শিকদার

মাদারীপুর: মাদারীপুরে ফেনসিডিলসহ মনজুর হোসেন মিন্টু শিকদার নামে সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে জেলা সদর উপজেলার মোস্তফাপুরের শাজাহান খান কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

আটক মিন্টু মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।  

এর আগে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি জেলার গোয়েন্দা পুলিশের হাতে ফেনসিডিলসহ তিনি আরও একবার আটক হয়েছিলেন।  

জানা গেছে, মাদক বিক্রি করা হচ্ছে, এমন গোপন খবরে গত মঙ্গলবার রাতে যৌথ অভিযানে যায় জেলার গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সদস্যরা। সে সময় তরমুজের একটি ট্রাকসহ আটক করা হয় মোস্তফাপুর ইউপির সাবেক ইউপি সদস্য মিন্টু শিকদারকে। পরে ট্রাকটি তল্লাশি করে ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে দুই বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে তাকে পাঠানো হয় মাদারীপুর আদালতে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।