ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
নরসিংদীতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

নরসিংদী: নরসিংদীতে সাদিয়া (১৯) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সাদিয়া আক্তার নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার জাকির হোসেনের মেয়ে। সে নরসিংদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

জানা যায়, বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অচেতন অবস্থায় সাদিয়াকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে এক পুলিশ সদস্য উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নরসিংদী  ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সামিয়া পাঠান জানান, বিকেল ৩ টা ৫০ মিনিটে সাদিয়া আক্তারকে হাসপাতালে নিয়ে আসা হয়।  পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।