ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে শ্রমজীবীদের মধ্যে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
লক্ষ্মীপুরে শ্রমজীবীদের মধ্যে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ

লক্ষ্মীপুর: ‘শুভ কাজে সবার পাশে’- স্লোগানে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে লক্ষ্মীপুরে শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিডিয়া পয়েন্ট মিলনায়তনে এ আয়োজন করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, কালের কণ্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস, সাংবাদিক পলাশ সাহা, শুভসংঘের জামাল উদ্দিন রাফি, জামাল উদ্দিন বাবলু, হাসান মাহমুদ শাকিলসহ অনেকে।  

বক্তারা বলেন, মাসজুড়ে ঢাকাসহ সারা দেশে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরেও ইফতার বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে করা এ আয়োজন ইতিবাচক সাড়া ফেলেছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।