ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ভিজিএফের চাল বিতরণে ট্যাগ অফিসারের দায়িত্বে ইউপি সদস্য!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
নগরকান্দায় ভিজিএফের চাল বিতরণে ট্যাগ অফিসারের দায়িত্বে ইউপি সদস্য!

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ ব্যক্তি বিশেষ সহায়তার (ভিজিএফ) চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চাল বিতরণের সময় ট্যাগ অফিসার এবং ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।

এ সময় রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান খলিল ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছিলেন।  

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে রামনগর ইউপিতে গিয়ে এ চিত্র দেখা যায়।  

এমনকি চালের ওজন পরিমাপের জন্য কোনো ডিজিটাল স্কেল দেখা যায়নি। ডিজিটাল স্কেল ছাড়াই বালতিতে মেপে মনগড়াভাবে চাল বিতরণ করা হচ্ছে। ভিজিএফ চাল পাওয়া একাধিক উপকারভোগী তাদের চাল ডিজিটাল স্কেলে মেপে দেখেন, জনপ্রতি ১০ কেজি চাল না দিয়ে, গড়ে ৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে ট্যাগ অফিসার আখলিমা আক্তার বলেন, আমি অসুস্থ থাকায় কল করে ইউপি সদস্য খলিলুর রহমানকে দায়িত্ব দিয়েছি।  

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ট্যাগ অফিসার থাকা বা না থাকা আমার বিষয় না। আমি আমার অফিসের লোক পাঠিয়েছি, বিষয়টি দেখার জন্য।

রামনগর ইউপি চেয়ারম্যান কাইমদ্দিন মণ্ডলের মোবাইলফোনে কল দিয়ে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে কেটে দেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।