ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ঘরের মানুষটাই নাই, ঈদ দিয়া কী অইবে’

শফিকুল ইসলাম খোকন, উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
‘ঘরের মানুষটাই নাই, ঈদ দিয়া কী অইবে’ নিখোঁজ জেলেদের স্বজনেরা

পাথরঘাটা (বরগুনা): ‘ওরে বাবা...। বুকটা আইজ খালি খালি লাগেরে...।

কতদিন অপেক্ষায় আছি এই বুঝি আইলো। ঘরের মানুষটাই নাই, ঈদ দিয়া কী অইবে। মোগো কপালে ঈদ নাই। গত বছর কত আনন্দ অইছে, আইজ মোগো কপালে পোড়া। ’

বুক চাপড়ে বিলাপ দিয়ে কাঁদছিলেন আর এ কথাগুলো বলছিলেন ঘূর্ণিঝড়ে মিধিলির তাণ্ডবে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে কালু মাঝির স্ত্রী নাজমা বেগম।

গত বছরের ১৭ নভেম্বর সাগরে ঘূর্ণিঝড়ে মিধিলির কবলে পড়ে ট্রলার ডুবে নিখোঁজ হয় পাথরঘাটার ৮ জেলে। তাদের মধ্যে একজন কালু মাঝি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।  

তাকে হারিয়ে নির্বাক ওই জেলে পরিবার। গত বছর ঈদেও একসাথে আনন্দ উল্লাস করেছে পরিবারটি, আজ ঈদ আনন্দ তাদের কাছে নিরানন্দ।  

শুধু কালুর পরিবারই নয়; পাথরঘাটা উপকূলের নিখোঁজ বাকি সাত জেলে পরিবারের চিত্র একই।  

সাগরে নিখোঁজ কালু মাঝির স্ত্রী নাজমা বেগম বলেন, বাবারে  ঘরের মানুষটাই নাই...ঈদের আনন্দ দিয়া কি অইবে। আইজ কত আনন্দ অইতো, ঈদের জামা কাপড় না পাইলেও ভিন্ন আনন্দ থাকতো। আইজ যদি আমার স্বামী থাকতো নতুন কাপড় চোপড় লাগতো না। এখন বুকটা ফাইট্টা যায়‌।  

কালু মাঝির মেয়ে সামিয়া ইসলাম বলেন, আজ ঈদ, পাশের বাড়ির কত সন্তানেরা বাবাকে সঙ্গে নিয়ে ঈদের আনন্দ করে। আইজ আমাগো কপাল পোড়া, বাবায় নাই। বাবায় কি বাইচ্চা আছে? তাও জানি না।

আরেক নিখোঁজ জেলে ইউসুফের মা ফিরোজা বেগম বলেন, সন্তান ছাড়া থাকা বাবা মায়ের কত কষ্টের, তারপর ঈদ। সন্তান ছাড়া ঈদ কেমন কাটে? পোলাডা আইজ থাকলে কত আনন্দ অইতো।

ইউসুফের ভাই ইয়াকুব আলী বলেন, মোগো কপালে ঈদ আছে ভাই। দুই ভাইয়ের মধ্যে এক ভাই নাই। ঈদ কেমনে কাটবে ভাই! ভাইরে হারাইয়া আইজ বুঝি বড় ভাই কত প্রয়োজন। আইজ বড় ভাই থাকলে নতুন পাঞ্জাবি কিইন্যা দিতো, এক সাথে ঈদগায়ে যাইতাম।

বরগুনা জেলার পাথরঘাটা উপকূলীয় উপজেলা। পুর্বে বিষখালী ও পশ্চিমে বলেশ্বর নদ, দক্ষিণে বঙ্গোপসাগর। পাথরঘাটার প্রায় ৯৫ ভাগ মানুষ জেলে পেশায় নিয়োজিত। বংশপরম্পরায় এ পেশা ছাড়তে পারছে না এখানকার অসহায় দরিদ্ররা।  

কুল কিনারহীন সাগরে গিয়ে অনেকের মৃত্যু হয় আবার অনেকে নিখোঁজ হয় বছরের পর বছর গেলেও সন্ধান পাওয়া যায় না, উপকূলের এমন চিত্র। প্রতি বছরই এখানকার কোন না কোন‌ পরিবার কেউ বাবাকে, কেউ সন্তানকে কেউ ভাইকে হারিয়ে ঈদ পালন করে থাকে।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।