ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুল কাটানোর জন্য বের হয়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
চুল কাটানোর জন্য বের হয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় চুল কাটানোর জন্য বের হয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় আব্দুল হালিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল হালিম ধোপাকান্দি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, চুল কাটানোর জন্য বাড়ি থেকে বের হন আব্দুল হালিম। ধোপাকান্দি ব্রিজের পূর্বপাশের রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।