ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সেন্টমার্টিনে নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
সেন্টমার্টিনে নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা: সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়।

শনিবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, দিনব্যাপী সেন্টমার্টিনে এ পরিচ্ছন্নতা অভিযান ও মেডিকেল ক্যাম্পেইন চালানো হয়। দ্বীপের প্রায় এক হাজার রোগীর মধ্যে ২৩ হাজার ৭১৭ ইউনিট ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি জাহাজের নৌ-সদস্যরা দ্বীপটিতে সুসজ্জিত দলে বিভক্ত হয়ে উত্তর-পূর্ব সৈকত থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে এবং সৈকত থেকে আনুমানিক ৩০০ কেজি বর্জ্য পদার্থ সংগ্রহ করেছে।

সেন্টমার্টিন দ্বীপে আগত ভ্রমণপ্রেমী পর্যটকদের কাছে পরিবেশ রক্ষায় করণীয় এবং দ্বীপবাসীর উদ্দেশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ দ্বীপটি রক্ষা করতেই উদ্যোগটি নেওয়া।

এ কার্যক্রমের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং  পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে নৌবাহিনী।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এমইউএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।