ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ভাঙারির দোকানের আগুন নিয়ন্ত্রণে 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
সাভারে ভাঙারির দোকানের আগুন নিয়ন্ত্রণে 

সাভার (ঢাকা):  ঢাকার সাভারের পাকিজা এলাকায় একটি ভাঙারি দোকানে লাগা আগুন প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

  পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে জিরাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।  প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভাঙারির দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন আর কোথাও ছড়ানোর সম্ভাবনা নেই। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।