ঢাকা: সারাদেশে তীব্র তাপদাহ চলছে। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত।
বুধবার (২৪ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এই তথ্য জানান।
সকাল থেকে ঢাকা শহরের বিভিন্নস্থানে ১৮০০ লিটারের ওয়াটার ট্যাংক বসিয়ে এই সেবা দেওয়া হয়।
ঢাকা শহরের সচিবালয়ের সামনে, ধানমণ্ডির ৫ নম্বর সড়কসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চলবে। যতদিন এমন তীব্র তাপদাহ চলমান থাকবে ততদিন এই কার্যক্রম চালু থাকবে বলেও জানান তিনি।
এদিকে ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, যারা রাস্তায় সামান্যতম ক্লান্তিতে থাকবেন তারা এই ট্যাংক থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজন সদস্য পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য পানির ট্যাংকের পাশে অবস্থান করবেন।
তিনি বলেন, পর্যায়ক্রমে পুরো দেশে এই কার্যক্রম চালু করার উদ্যোগ রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এজেডএস/এসআইএস