ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রমজীবীদের মধ্যে ফেনী পৌরসভার আইসক্রিম-পানি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
শ্রমজীবীদের মধ্যে ফেনী পৌরসভার আইসক্রিম-পানি বিতরণ

ফেনী: উচ্চ তাপদাহ থেকে স্বস্তি দিতে জেলা শহরের চারটি পয়েন্টে সুপেয় ঠাণ্ডা পানি, শুকনো খাবার ও রিকশাচালকদের মধ্যে আইসক্রিম বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ফেনী পৌরসভার উদ্যোগে শহরের জিরো পয়েন্ট দোয়েল চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

পৌর সূত্রে জানা গেছে, শহরের দোয়েল চত্বর, খেজুর চত্বর, জহিরিয়া মসজিদ ও বড় মসজিদের সামনে ৫০০ লিটার ট্যাংকের মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম রক্ষণাবেক্ষণের জন্য প্রতিটি পয়েন্টে একজন করে পৌর কর্মী দায়িত্ব পালন করবেন। এছাড়াও শহরে চলাচল করা ৫০০ রিকশাচালকদের মধ্যে আইসক্রিম বিতরণ করা হয়।

এ সময় পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহার ও সাইফুর রহমান সাইফুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এসএইচডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।