ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাজেকে দুর্ঘটনায় ময়মনসিংহের ৭ শ্রমিক নিহত, মরদেহের অপেক্ষায় স্বজনরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
সাজেকে দুর্ঘটনায় ময়মনসিংহের ৭ শ্রমিক নিহত, মরদেহের অপেক্ষায় স্বজনরা

ময়মনসিংহ: রাঙ্গামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকের মধ্যে সাতজনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলায়। এ ঘটনায় মরদেহের অপেক্ষায় নিহতদের পরিবারে আহাজারি সৃষ্টি হয়েছে।

এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।  

নিহতরা হলেন ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুরজিথর গ্রামের চাঁন মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন বাবুল (২০), নজরুল ইসলামের ছেলে আবুল মোহন (১৮), হেলাল উদ্দিনের ছেলে নয়ন (২৯), একই ইউনিয়নের গিরিধরপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে শাহ আলম (২৮), এছাড়া উপজেলার বড়তি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রিয়াসাদ আলীর ছেলে এরশাদুল (৩০) এবং গৌরীপুর উপজেলার মইলাকান্দা এলাকার আব্দুল জব্বারের ছেলে তপু হাসান (১৭) ও সাগর (২০)।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন নিহত তপু হাসানের ভাই জাহিদ হাসান (২৪), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আবুল হাশেমের ছেলে মো. লালন (২৭) ও মকবুল হোসেনের ছেলে মোবারক হোসেন (৩২)।  

পরিবার সূত্র জানায়, তারা সবাই শ্রমিক হিসাবে খাগড়াছড়ি এলাকার সীমান্ত সড়কের কাজ করতে মালামাল নিয়ে ট্রাকযোগে স্থানীয় উদয়পুর নামকস্থানে যাচ্ছিলেন। এ সময় ৯০ ডিগ্রি নামক এলাকার একটি পাহাড়ি সড়ক থেকে নামার সময় তাদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ সময় আহত অবস্থায় ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজন মারা যান। বাকি ৬ জনের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, দুর্ঘটনা এলাকার সংশ্লিষ্ট থানা থেকে আমাদের কাছে তিনজন নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে। তবে স্থানীয়ভাবে শুনেছি পাঁচজন মারা গেছেন।

গৌরীপুর উপজেলার দুই শ্রমিক নিহতের বিষয়ে এখনও কিছু জানেন না বলে বাংলানিউজকে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়। তিনি বলেন, খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।