ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে পড়েছিল নারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
ওয়ারীতে পড়েছিল নারীর মরদেহ

ঢাকা: রাজধানীর ওয়ারীতে স্বামীবাগ এলাকায় রাস্তা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) খালেদা আক্তার সাথী লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, সকালে স্বামীবাগ র‌্যাব অফিসের সামনে ফ্লাইওভার ব্রিজের নিচে ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন তারা খানায় খবর দেন। পরে সেখান থেকে ওই নারীর মরদের উদ্ধার করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।