ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বনানীতে আগুনে পুড়ল বাস-মোটরসাইকেল, আহত ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
বনানীতে আগুনে পুড়ল বাস-মোটরসাইকেল, আহত ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঢাকা: রাজধানীর বনানী নৌবাহিনীর সদর দপ্তরের পাশের সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলে আগুনের ঘটনায় আহত মোটরসাইকেলচালক মোস্তফা কামাল মারা গেছেন।  

বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 মোস্তফা কামাল একটি বেসরকারি ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৭ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাহান হক।

তিনি জানান, বিকালের দিকে বনানী ফ্লাইওভার দিয়ে জে কে নামে একটি যাত্রীবাহী বাস সড়কের নামার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তার চালক ছিটকে সড়কে পড়ে যায়। পরে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়। তখন বাসের গতি এতোটাই ছিল যে আটকে থাকা মোটরসাইকেলটি ২০ ফিট দূরে নিয়ে যায়। তখনই মোটরসাইকেল ও বাসে আগুন লেগে দুটোই পুড়ে যায়।

তিনি আরও জানান, পরে মোটরসাইকেলচালক ওই ব্যক্তিকে সরকারি বিভিন্ন হাসপাতালে খুঁজেও পাওয়া যায়নি। একপর্যায়ে জানা গেছে, তিনি বাংলাদেশ স্পেশাল হাসপাতালে মারা গেছেন। শোনা যাচ্ছে, তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হাসনাবাদ শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন>> বাসের নিচে ঢুকে যায় বাইক, তারপরই লাগে আগুন

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।