ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

হত্যা মামলার হাজিরা দিতে এসে গাঁজাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
হত্যা মামলার হাজিরা দিতে এসে গাঁজাসহ যুবক আটক

নড়াইল: জেলা জজ কোর্টে একটি হত্যা মামলার হাজিরা দিতে আসা ইব্রাহিম সরদার (১৯) নামে এক যুবককে গাঁজাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে নড়াইল আদালত চত্বরে থেকে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম সরদার লোহাগড়া উপজেলার রামকান্তপুর এলাকার ইসরাফিল সরদারের ছেলে।

জানা গেছে, ইব্রাহিম সরদার একটি হত্যা মামলায় হাজিরা দিতে আদালতে যাওয়ার সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার শরীর তল্লাশি করে পকেট থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইব্রাহিমকে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা  জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জজ কোর্ট চত্বর থেকে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।