ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে আগুন

ফরিদপুর: নগরকান্দা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অফিস কক্ষে রাখা গ্যাস সিলিন্ডারের লিকেজের কারণেই আগুনের ঘটনা ঘটে।

স্কুলে আগুনের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিরূপণ সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।