ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ‘হিট স্ট্রোকে’ শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
সাতক্ষীরায় ‘হিট স্ট্রোকে’ শিক্ষকের মৃত্যু মো. ফারুক হোসেন

সাতক্ষীরা: সাতক্ষীরায় ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে মো. ফারুক হোসেন নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে সোমবার (২৯ এপ্রিল) সকালে বিদ্যালয়ে যাওয়ার আগে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন।

ফারুক হোসেন সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা জানান, গতকাল সোমবার সকালে ফারুক হোসেন বিদ্যালয়ে আসার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন স্বজনরা। সেখান থেকে পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সোমবার রাতেই খুলনা সিটি মেডিকেলের নিউরো সার্জন ডা. দিপঙ্কর ঘোষ পলাশ ফারুক হোসেনের অস্ত্রোপচার করেন। মঙ্গলবার সকালে লাইফ সাপোর্টে থাকাকালীন তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।