ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বজ্রপাতে ঘরে আগুন: মা ও ছেলে পুড়ে অঙ্গার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মে ৫, ২০২৪
খাগড়াছড়িতে বজ্রপাতে ঘরে আগুন: মা ও ছেলে পুড়ে অঙ্গার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, ভোরে বজ্রপাতে টিনের ঘরটিতে আগুন ধরে যায়। নিহতরা আর বের হতে পারেননি। এতে পুড়ে মরদেহ অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়িচালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।

অপরদিকে জেলার রামগড়ের ডাক্তার পাড়ায় বজ্রপাতে গরজ চাকমা (৫০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। মারা গেছে দুটি গরু। ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।