ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

জনমত সৃষ্টিতে প্রতিমাসে কাউন্সিলররা পাবেন ৫০ হাজার টাকা: মেয়র আতিকুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ৬, ২০২৪
জনমত সৃষ্টিতে প্রতিমাসে কাউন্সিলররা পাবেন ৫০ হাজার টাকা: মেয়র আতিকুল

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে জনমত সৃষ্টি ও র‍্যালি করতে প্রতিমাসে ডিএনসিসির কাউন্সিলরদের ৫০ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উওর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১১টার পরে রাজধানীর কুড়িল প্রগতি সরণিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন অভিযানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

আতিকুল ইসলাম বলেন, কাউন্সিলররা এলাকার মুরুব্বী, স্কুলের শিক্ষক, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের সবার সাথে আলাপ করবেন। ঘরবাড়ি ও নিজস্ব জায়গা পরিষ্কার করার কথা জানাবেন। সিটি কর্পোরেশনের গাছগুলো রক্ষণাবেক্ষণের বিষয়ে জানাবেন। আমাদের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলররা জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবেন। কোন কোন জায়গার স্বচ্ছ পানি জমে এডিস মশার লার্ভা জন্ম নেয় এসব বিষযয়ে তারা জনগণকে সচেতন করবেন। আমাদের চ্যালেঞ্জ কিন্তু অনেক। একদিকে তাপদাহ অন্যদিকে এডিস মশা, আরেক দিকে সিটি কর্পোরেশনের রোপন করা গাছগুলোকে রক্ষা করা। আমরা মনে করি, কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ মনে হবে না, যদি জনগণ আমাদের সাথে এগিয়ে আসে। অফিস দোকান ও যার যার বাসাবাড়ি যদি নিজেরা পরিষ্কার করি তাহলে এডিস মশা জন্মাবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমরা দেখেছি একটু বৃষ্টি হলেই ফার্মগেটের মনিপুরী পাড়ায় পানি জমে যায়। এরকম অবস্থা কখনো হয়নি। একটি হচ্ছে জলাবদ্ধতা আরেকটি হচ্ছে জলজট। তিন দিন, চার দিন পানি জমে থাকলে সেটি হলো জলাবদ্ধতা। আর যেখানে পানি জমে সেটা হলো জলজট। জলজট নিরসনের জন্য আমরা কুইক রেসপন্স টিম করেছি। দেশের ইতিহাসে যখন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তখনও জলবদ্ধতা হয়নি। তখন উত্তর সিটি কর্পোরেশনে পানি জমেছে তবে দুইদিন তিনদিন পর পানি থাকেনি। পানি জমলে সরে যেতে যতটুক সময় লাগে সেই সময় তো দিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ০৬, ২০২৪
এমএমআই/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।