ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ঝুম বৃষ্টি, স্বস্তি পেল নগরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মে ৬, ২০২৪
বরিশালে ঝুম বৃষ্টি, স্বস্তি পেল নগরবাসী

বরিশাল: টানা তাপদাহের পর অবশেষে বৃষ্টির দেখা পেল বরিশাল নগরের বাসিন্দারা।

সোমবার (৬ মে) বিকেল ৪ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।

সাড়ে ৪টার দিকে বৃষ্টি রূপ নেয় মাঝারি আকারে। ঝুম বৃষ্টির সঙ্গে বিজলী, বজ্রপাতও হয়েছে।

এদিন বিকেল সোয়া তিনটা থেকে নগরের আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছুক্ষণ পরে থেমে থেমে দমকা হিমেল হাওয়াও বইতে শুরু করে।

ঝুম বৃষ্টি শুরু হওয়ার পর নগরবাসীদের মধ্যে প্রশান্তিও দেখা দিয়েছে। অনেক মানুষ রাস্তায় নেমে বৃষ্টির ছোঁয়া নিয়েছেন। অনেকেই নিজ নিজ বাড়ির ছাগে, উঠানে বৃষ্টিতে ভিজেছেন।

মঈনুল ইসলাম নামে নগরের এক বাসিন্দা বলেন, আজ দুপুর দুইটা পর্যন্ত বেশ গরম অনুভূত হয়। গরমের কারণে রাস্তায় হাঁটা দায় হয়ে পড়েছিল। ঘণ্টা পার না হতেই পরিস্থিতি পাল্টে হয়ে যায়। মাঝারি আকারের বৃষ্টিতে মন প্রশান্তিতে ভরে গেছে।

শহরতলীর কৃষক সোহেল বলেন, বৃষ্টিতে গাছে থাকা আম ও কাঁঠালের বেশ উপকার হয়েছে। বেশিরভাগ কৃষি জমির বোরো ধান কেটে ফেলায় এখন ঝড় হলেও বেশিরভাগ কৃষকের দুশ্চিন্তা নেই। অনেক উপজেলার কৃষক সম্ভাব্য ঝড়ের শঙ্কায় ছিলেন গত দুই সপ্তাহ ধরে। গরমের কষ্ট সহ্য করেও কৃষকরা খেতের পাকা ধান কেটে ঘরে তুলেছেন। আর এখন বৃষ্টি সবার জন্যই প্রশান্তির।

আবহাওয়া অফিস বলছে, বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ও হতে পারে। সোমবারের বিকেলের বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ৬, ২০২৪
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।