ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মে ৭, ২০২৪
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে শফিউদ্দিন (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ মে) সকালে আটক ভারতীয় নাগরিকের নামে মামলা দিয়ে তাকে লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করে বিজিবি।

এর আগে সোমবার (৬ মে) রাতে পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া সীমান্তের ৮৭১ নম্বর প্রধান পিলারের ৬ নম্বর উপপিলারের প্রায় ৫০ গজ অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।  

আটক শফিউদ্দিন ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন ওরফে ডানটার ছেলে।

বিজিবি ও পুলিশ জানায়, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়ার ৬ নম্বর উপপিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন ভারতীয় নাগরিক শফিউদ্দিন। সীমান্তের প্রায় ৫০ গজ অভ্যন্তর থেকে তাকে আটক করেন ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২) এর কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা।

পাটগ্রাম থানার দায়িত্বরত ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।