ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ৯, ২০২৪
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল: জেলার লোহাগড়া উপজেলায় মাঠে কাটা ধান গুছিয়ে রেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মুজিবর চৌধুরী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৃত জলিল চৌধুরীর ছেলে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ওহিদ শেখ বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেলে আকাশ মেঘলা দেখে বাড়ির পাশে পশ্চিম ডাঙ্গা বিলে কাটা ধান গোছাতে যান কৃষক মুজিবর চৌধুরী। তিনি মাঠের কাটা ধান গুছিয়ে রেখে বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির উদ্দেশে ফেরার পথে বজ্রপাতে মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।