ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সম্মিলিত প্রচেষ্টায় শ্রেষ্ঠ জেলা হবে বান্দরবান: বীর বাহাদুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মে ১১, ২০২৪
সম্মিলিত প্রচেষ্টায় শ্রেষ্ঠ জেলা হবে বান্দরবান: বীর বাহাদুর

বান্দরবান: জনপ্রতিনিধি ও সবার প্রচেষ্টায় ৬৪ জেলার মধ্যে বান্দরবান শ্রেষ্ঠ জেলায় পরিণত হবে বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং।  

শনিবার (১১ মে) সকাল ১১টার দিকে বান্দরবান সদরের বাসস্টেশন এলাকায় বায়তুশ শরফ জামে মসজিদ উদ্বোধন শেষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের নবনির্বাচিত জন প্রতিনিধিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

 

বীর বাহাদুর উশৈসিং বলেন, একমাত্র বান্দরবান জেলাতেই ১২ জাতিসত্তা জনগণের বসবাস। সবারই রয়েছে নিজেদের প্রার্থনা ঘর। এক সময় এ জেলায় শিক্ষা, চিকিৎসা-যোগাযোগ ও আর্থ-সামাজিক অবস্থান তেমন ভালো ছিল না। গত ৩৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছা ও জনপ্রতিনিধিসহ সবার প্রচেষ্টায় এখন অনেক উন্নত হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও নবনির্বাচিত জনপ্রতিনিধি ও সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আগামী পাঁচ বছরে দেশের ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে বান্দরবান পরিণত হবে বলে প্রত্যাশা করেন তিনি।  

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান বাসস্টেশন এলাকায় নবনির্মিত বায়তুশ শরফ জামে মসজিদের দ্বিতীয় তলা ভবন উদ্বোধন করেন।  

এ সময় বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, বান্দরবান উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল কুদ্দুস, ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ ফাহিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।