ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ২৫ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ১২, ২০২৪
শ্যামনগরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ২৫ লাখ টাকার ক্ষতি

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের আগুনে পুড়ে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

রোববার (১২ মে) দুপুরে উপজেলার নওয়াবেঁকী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।    

নওয়াবেঁকী বাজারের ব্যবসায়ী সাগর হোসেন জানান, বাজারের ইলেকট্রনিক মিস্ত্রি আব্দুল কাদেরের তাতাল থেকে সৃষ্ট আগুন তার নিজের (কাদের) দোকানসহ কানন হোসেনের জুতার দোকান ও আনুিছুর রহমানের ওষুধের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তার আগেই দােকান তিনটির মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে নওয়াবেঁকী বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকানের অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।