ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিকল উপকূল এক্সপ্রেস, এক ঘণ্টা দেরিতে যাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ১৩, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বিকল উপকূল এক্সপ্রেস, এক ঘণ্টা দেরিতে যাত্রা

ব্রাহ্মণবাড়িয়া: হোস পাইপের (হাওয়া চলাচলের) সংযোগ বিচ্ছিন্ন হয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আওটারে বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি এক ঘণ্টা দেরিতে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

রোববার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে ট্রেনটি বিকল হলেও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।  

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ রেলগেইট এলাকায় পৌঁছালে ট্রেনটির হোস পাইপের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে খবর পেয়ে সংশ্লিষ্টরা প্রায় ঘণ্টাব্যাপী মেরামত কাজ শেষ করলে ট্রেনটি পুনরায় নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। এ সময় আপ-ডাউন লাইনে ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।