ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধান কাটতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
ধান কাটতে গিয়ে তীব্র গরমে
অসুস্থ হয়ে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান কাটতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে বিষ্ণুপদ মজুমদার (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বিষ্ণুপদ মজুমদার রহিমপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রচণ্ড রোদ ও তাপদাহের মধ্যে ধান কাটছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিষ্ণুপদ নিজেদের জমিতে শ্রমিকদের সঙ্গে ধান কাটছিলেন। প্রচণ্ড গরমে সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি।  এ অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাঙ্গালা ইউপি চেয়ারম্যান মো. সোহেল রানা জানান, প্রচণ্ড রোদে ধান কাটার সময় অসুস্থ হয়ে বিষ্ণুপদ মজুমদারের মৃত্যু হয়েছে।  

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, বিষয়টি আমাকে এখনো কেউ জানায়নি। আমি খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।