ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে অভিযান, কারেন্ট-রিং জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মে ১৬, ২০২৪
কাপ্তাই হ্রদে অভিযান, কারেন্ট-রিং জাল জব্দ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি রিং জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (১৬ মে) কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে দিনব্যাপী কাপ্তাই হ্রদে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের পর উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, কাপ্তাই হ্রদে অবৈধভাবে   নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করার সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি রিং জাল জব্দ করা হয়েছে।  

অভিযান শেষে জব্দকৃত জালগুলো কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার  চৌধুরীছড়া কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে হ্রদের তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

এ সময় কাপ্তাই মৎস্য উন্নয়ন করপোরেশনের উপকেন্দ্র প্রধান মো. জসিম উদ্দিনসহ উপজেলা মৎস্য বিভাগ ও উপ-কেন্দ্রের কর্মচারীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ