ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ১৮, ২০২৪
ওয়ারীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর ওয়ারী বনগ্রাম এলাকার একটি বাসায় বালতির পানিতে পড়ে আমেনা নামে (০১) এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) বেলা ১১টার দিকে বনগ্রাম রোড পানির টাংকির পাশে ৩৭/৭ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা তাজুল ইসলাম জানান, বাড়িটির দ্বিতীয় তলার একটি ফ্লাটে ভাড়া থাকেন তারা। সকালে বাচ্চাটির মা খোদেজা আক্তার রান্না করছিলেন। আর বাবা রুমে বসে ছিলেন। এ সময় শিশুটি রুমে একাই হেঁটে হেঁটে খেলছিল। তবে কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে দেখেন, বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে শিশুটি। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে তুলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তারা। তবে চিকিৎসক তাকে মৃত্যু বলে জানান।

স্বজনা জানান, দুই বোনের মধ্যে আমেনা ছোট। তার বাবা তাজুল ইসলাম পুরান ঢাকায় হার্ডওয়ারের ব্যবসা করেন। আর মা খাদিজা আক্তার গৃহিণী। তাদের বাড়ি ফেনীর সদর উপজেলায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ওয়ারী থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।