ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে পাওয়ার টিলারচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ১৮, ২০২৪
সুবর্ণচরে পাওয়ার টিলারচাপায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার টিলারচাপায় মো. রিফাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৮ মে) সকালে উপজেলার চরজুবলী ইউনিয়নের বাঁধের হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রিফাত একই ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের রেজোয়ানুর রহমানের ছেলে। সে স্থানীয় পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, উপজেলার বাঁধের হাট এলাকা থেকে মাটি নিয়ে যাচ্ছিল পাওয়ার টিলার। পথে রিফাত চলন্ত টিলারে ওঠার চেষ্টা করলে পড়ে যায়। এ সময় টিলারচাপা পড়ে মাথা থেঁতলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া জানান, নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ করেনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাওয়ার টিলারটি জব্দ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।