ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ২১, ২০২৪
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গার চুমুরদী বাসস্ট্যান্ডে অজ্ঞাত এক গাড়িচাপায় ইয়াসিন শেখ বাপ্পি (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২১ মে) সকালে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে সোমবার (২০ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত বাপ্পি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী পোদ্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং ওই ইউনিয়নের পোদ্দার পাড়া গ্রামের খোকন শেখের ছেলে।

স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, চুমুরদী বাসস্ট্যান্ডে ইয়াসিন কলম কিনতে যাওয়ার সময় রাস্তা ওই মহাসড়ক পার হচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি গাড়িচাপায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।  

এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।