ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কচুয়ার আলীয়ারা বাজারে আগুন, ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ২৩, ২০২৪
কচুয়ার আলীয়ারা বাজারে আগুন, ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় আগুন লেগে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বুধবার (২২ মে) রাতে উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের আলীয়ারা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।  

কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মাহতাব মণ্ডল জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে ১৫টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।  

বাজারের হোটেল মালিক মো. রফিকুল ইসলাম জানান, 
আগুনে চারটি মুদি দোকান, পাঁচটি গোডাউন, দিনটি ফার্মেসি, একটি সেলুন, একটি লন্ড্রি ও একটি মুরগির ফার্ম পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ইউপি সদস্য আবুল কালাম ও হুমায়ুন কবির সুজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।