ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল: ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মে ২৬, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল: ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের প্রেক্ষিতে ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।  

এফসিডিও থেকে ব্রিটিশ নাগরিকদের জন্য হালনাগাদ করা এক ভ্রমণ সতর্ক বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় রিমাল রোববার (২৬ মে) বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর ফলে দক্ষিণ উপকূলীয় এলাকায়, বিশেষ করে সুন্দরবন,   খুলনা ও বরিশালের দক্ষিণাঞ্চলে খুব প্রবল বাতাস এবং ভারী বৃষ্টি হতে পারে। আপনাদের স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত।

উল্লেখ্য, এফসিডিও ব্রিটিশ নাগরিকদের ভ্রমণের ঝুঁকি সম্পর্কে পরামর্শ  দিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ২৬,  ২০২৪
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।