ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭তলা ভবনের ছাদ ধসে পড়ল স্কুলঘরের ওপর, শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মে ২৭, ২০২৪
৭তলা ভবনের ছাদ ধসে পড়ল স্কুলঘরের ওপর, শিক্ষার্থী নিহত

কুমিল্লা: কুমিল্লায় নির্মাণাধীন সাততলা ভবনের ছাদের কিছু অংশ ধসে টিনশেড স্কুলঘরের ওপর পড়ায় সাইফুল ইসলাম সাগর (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।  

সোমবার (২৭ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর নগরের শাকতলা এলাকার অলি হাসানের ছেলে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার জানান, সাগর নোয়াগাঁও চৌমুহনী এলাকার নূর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। বৈরী আবহাওয়ার কারণে পঞ্চম শ্রেণির আর কোনো শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল না। স্কুলের পাশে একটি সাততলা ভবনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। নতুন ভবনটির আশেপাশে কোনো নিরাপত্তাবলয় ছিল না। বৃষ্টির কারণে ভবনটির ছাদ নড়বড়ে হয়ে পড়ে। ক্লাস চলাকালে ভবনটির ছাদের কিছু অংশ ধসে স্কুলের ওপর পড়লে ক্লাসরুমে থাকা শিশুটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

তিনি বলেন, ভবনের ছাদের একটি বড় অংশ ধসে পড়ে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।