ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনী নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ২৮, ২০২৪
ফেনী নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে

ফেনী: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনী নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাশেদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মুহুরী নদীর পানি বেড়ে বিপৎসীমার ৫০ ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এখন তা কমে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে।

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার বলেন, ভারতীয় উজানের কারণে মুহুরী নদীর পানি বেড়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে লোকালয়ে পানি প্রবেশ করে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এখনো নদীর পানি বাড়ছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম বলেন, সকাল ৮টার পর থেকে নদীর পানি বাড়তে শুরু করে। সকাল সাড়ে ১০টায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুয়েক ঘণ্টা ধরে বৃষ্টি বন্ধ থাকলেও নিয়মিত পানি বাড়ছে। সকালে ফুলগাজী বৈরাগপুর এলাকায় বাঁধের একটি অংশে পানি প্রবেশের শঙ্কা দেখা দিলে আমরা বাঁধে গিয়ে মেরামত করেছি। নদীর পানি আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, প্রতিবছরই বর্ষা মৌসুমে ভারতীয় উজানের পানিতে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফুলগাজী-পরশুরামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।