ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি: ত্রাণ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ২৯, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি: ত্রাণ প্রতিমন্ত্রী

ভোলা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘূর্ণিঝড় রিমাল অত্যন্ত দক্ষতা ও পরিকল্পনার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।

বুধবার (২৯ মে) দুপুরে জেলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন প্রতিমন্ত্রী।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান।

প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রিমালে আমাদের বেড়িবাঁধগুলো বিশেষ জায়গায় নষ্ট হয়েছে। এটি প্রধানমন্ত্রী অবগত আছেন। মানুষের হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এখানে বিশুদ্ধ পানির সমস্যা। অনেক স্থানে লবণাক্ত পানি প্রবেশ করায় মানুষ কষ্ট পাচ্ছেন। আপনাদের সব দুঃখ দুর্দশার কথা প্রধানমন্ত্রী জানেন।  

মহিববুর রহমান বলেন, আপনারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। তিনি মানুষকে ভালোবাসেন এবং মানুষের জন্য কাজ করেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন।

এ সময় ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও ভোলার জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।